আমি চলে গেলে ফিরব না আর।
হেমন্তের ঝরা পাতা ফিরে আসে বসন্তে আবার
এপ্রিলে কৃষ্ণচূড়া ফেরে বার বার,
নেচে নেচে তীর ছুঁয়ে এইমাত্র ছুটে গেল
যে তরঙ্গের মালা
সেও জানি, ফিরে ফিরে আসবে আবার ;
শুধু আমি আসব না আর।
তখনও নির্বিকার চেয়ে রবে এমনই আকাশ
মাঠ ঘাট নদী প্রান্তর,
গোধুলি গড়ালে
মায়াময় আলো মেখে
চাতকেরা ফিরে যাবে চেয়ে চেয়ে একফোঁটা জল,
তখনও এমনি করে ঠিকানার ভুলে
ঘুরে ঘুরে হন্যে হবে
হয়তো বা আমারই মতো অন্য কেউ,
ঠিক এইখানে।
আমি শুধু সব ফেলে, সব দাগ ধুয়ে চলে যাব ;
চলে গেলে পিছু ফিরে চাইব না আর।