আমি চেয়েছি ওই নেশাগুলো ভুলে গিয়ে
জোয়ান ছেলেটা একটা কাজ পাক।
আমি চেয়েছি যে মেয়েটি কলেজে বেরিয়ে
আর বাড়ি ফেরেনি
নির্বিঘ্নে সে ফিরে আসুক এত রাত্রেও, একা।
আমি চেয়েছি ঘরে ঘরে জুঁই ফুলের মত
চারটি গরম ভাত ফুটে উঠুক শুধু।
একে একে একাত্তর।
এই অবেলায়
আর বেশী কি চাই বল!
ধুসর এ পৃথিবী রইল
গোটাটাই তোমাদের,
একটু সাজিয়ে নিও।
লাল ছোপ দাগগুলো মুছে নিও একটু।