কোথায় যেন বৃষ্টি ঝরছে---
ঝরছে যেন কান্না;
কোথায় যেন পাখিগুলি,ভিজিয়ে তাদের ডানাগুলি
উড়ছে না,আর উড়ছে না।
কোথায় যেন নিভছে বাতি,কার ঘরে কে ফিরলো না
দমকা বাতাস,বৃষ্টি এসে হানছে স্মৃতির যন্ত্রণা।
জানি না আজ তুমি কোথায়,তুমি জানো না আমায়
আমরা কেবল এক ঘরে হই
যখন বৃষ্টি নামায়।
বইয়ের ভাঁজে যত্নে রাখা
তোমার হাতের লেখায়
হাত ছুঁয়েছি,ঠোঁট ছুঁয়েছি,আবার ভীষণ ব্যথায়।
দু'একটা চুল সরিয়ে দিই ঘাড়ের থেকে গলায়
তিরতিরিয়ে কাঁপছো তুমি,অবাক বৃষ্টি ধারায়।
তোমার কপাল,ভেজা দু'গাল,তাজা দু'ঠোঁট ঘষে
ইচ্ছে আমার নামছে ধীরে
বুকের থেকে নাভি ছুঁয়ে পায়ের পাতায় শেষে।
ঘাসের সোহাগ ভালোবেসে
তুমি আছো বুকের পরে,আমার পরে
আকূল হয়ে মিশে।
কোথায় যেন বৃষ্টি ঝরে,বৃষ্টি ঝরে একা
তুমিও কি ভাবছো আমায়,ভিজছো একা একা?
বৃষ্টি-জলে কোথায় ভাসে
কিসের আশে কাগজের এ নৌকা...
বেলা অবেলায় দিন চলে যায়
পাওয়া-না-পাওয়ার পরম ভেলায়
একা একা.... একা, একা ।