এখনও নদীতে জল, ঢেউ।
গভীর গোপন কাঁথাখানি
মেলে রাখি রোদে নিষিদ্ধ দুপুরে
গুটিগুটি কৌটো খুলে ঘ্রাণ নিই ।
পূজো এলে
শাড়ির আঁচল খুলে
পরত পরতে খুঁজি কাশফুল,নীলাকাশ।
দশমীর দিনে
তবু মন জানে
জেগে আছে আকাঙ্খার নদী
যত হোক নৌকোডুবি।
বিসর্জন কখন? জানি না এখনও।