আজও
নজরুল যেখানে দাঁড়ান,
লাইন শুরু হয় সেখান থেকেই।

দুঃখী মানুষের লাইনে
একেবারে সামনে দাঁড়িয়ে,
যুদ্ধের বিউগল বাজান
আজন্ম প্রেমিক
দুখু মিঞা।