আমার হোল সারা,
তোর শুরু
-ডিঙিটাকে হাতে দিয়ে বললাম।

প্রাণপণে টেনে গেছি ডিঙিটাকে সাধ্যি মতন
তাপ্পিতে কেটে গেছে কাল,
প্রাণ ছেনে তোর জন্যে এইটুকু ছই,
শুধু বানালাম।
রোদে আর জলে জানি যেতে হবে দূর
ঢেউয়ে ঢেউয়ে,জোয়ার আর ভাঁটি বেয়ে
পার হবে সকাল দুপুর।
আজ তোর শুরু
বুক দুরু দুরু
তবু তোকে জলে নামালাম
বৈঠাটা হাতে দিয়ে
রাত্তির ঠ্যাল্ ,বললাম।
আজ খাতা বন্ধ করে
তোকে এই কলম দিলাম ।

আদিগন্ত আনকোরা খোলা খাতা তোর
নদী,নদী থেকে সমুদ্দুর---
তোর কথা নতুন করে লেখ;
গাইতে গাইতে,বাইতে বাইতে নাও
তোদের কথা লেখ।বললাম।