যারা আমার বিপক্ষে
তাদের নেই রক্ষে।
তাদের জন্যে আনুন কালা-কানুন,
সি আই ডি বা,সি বি আই;
তাদের জন্যে তুলে রাখুন
'গণধোলাই'।
আমার যারা পক্ষে
থাকুক তারা দুধে-ভাতে,বলেছি
পুলিশের লোককে :
যা ইচ্ছে করুক,
পড়ে না যেন কারো চ'ক্ষে।
তারপরেও ভুলে
বিপক্ষ-কুলে কেউ রইলে
দেখুন টাকা ঢেলে;
নইলে...