লজ্জায়, লজ্জায় মাথা নত হয়ে যায়
রাজনীতি,এ কোথায় চলেছে ?
সুকোমল ছাত্ররা দেশের আগামী যারা
পড়া ছেড়ে হত্যায় মেতেছে।
মানবতা,স্বাধীনতা কেবল কথার কথা
কবে থেকে তারা এই জেনেছে
হানাহানি,হিংসায় গলা বুঝি দাবা যায়
ওরা কার নির্দেশে ভেবেছে?
কবে আর দুনিয়ায় নিপীড়নে,হত্যায়
প্রতিবাদ, প্রতিরোধ থেমেছে
জেনে রাখা দরকার শহীদেরা বারবার
সে কথাই ইতিহাসে লিখেছে।