আর কবে, আর কবে হবে এর শেষ ?
আর কত রক্ত দেখে জাগবে আমার দেশ!
আর কত শলা হবে, হবে কূট- মন্ত্রণা
সেনা আর মরলে কত, বুঝবো তাদের যন্ত্রণা !
হায় ভীরু দেশ, ঠিক যেন মেষ, লজ্জায় মাথা নত
মারের বদলা না নিয়ে উক্তি বন্যার মত যত !
জেহাদের নামে, ধর্মের নামে আর কত চুপ থাকব
তিলেতিলে মরে তাহাদের পায়ে আর কত তেল ঢালব?
আর কত দিন,আর কত দিন মানুষ বলবো নিজেকে
প্রতিশোধ চাই, প্রতিরোধ চাই বলবার মতো আজিকে।