আমি একটা যাযাবর পাখি, সন্ধের গোধূলি রেখা ধরে ধরে আমি পৌছে যাবো ঠিক কোন এক নিরাপদ অশথের ডালে। রাতের নিদ্রাবেলায় চারিদিকে ঝিঝি পোকা ডাকবে আর আমি বুনো শুয়োরের গোঙানির শব্দ শুনে শুনে তারা গুনবো।
এ পৃথিবীর সব পথ আমার, সব গান আমার আকাশের গায়ে যত মেঘ আছে আরো যত আছে গ্রহরাজি সব আমার সহোদর আমিও তাদের মত এক শৃংখলিত যাযাবর। আমি উড়ি,উড়তে ভালোবাসি যতক্ষণ হাওয়ায় পাখা মেলে ওড়া যায় উড়ে নেই। যতক্ষণ দেহে শ্বাস আছে একটু কাচাপাতার গন্ধ শুকে নেই।
রাত আরো গভীর আরো হবে, ঝিঝি পোকার ডাক থেমে যাবে আমি আবারও উড়বো স্বপ্নের ডানায় ভেসে গ্রহ হতে গ্রহান্তরে।