আমার ঘুমের ভেতর থেকে এই মাত্র দরজা খুলে একটি ছোট্ট মেয়ে পালিয়ে গেল কাশফুলের ভেতর।
সে ভেবেছিল এ হয়তো কয়েক টুকরো ছেড়া ছেড়া মেঘ
খানিকটা বায়বীয় মিথেন গ্যাসের মতো।
সিংহের কেশর যেমন অলস বাতাসে নড়ে ওঠে কখনোবা, ঠিক তেমনি মনের অতল গভীরে শত শত আবছায়া কাশফুল বাতাসে দোল খাচ্ছে
বৃদ্ধার শুভ্র চুলের মতোন।
যেন দোল খাওয়ার জন্যই তার জন্ম।
সে ভেবেছিল স্বর্গ থেকে কিছু কিছু অপ্সরা এসে পৃথিবীর বুকে ভুল করে ফেলে গেছে তাদের ডানা।
সে ভেবেছিল এ হয়তো বাবার ফোম সেভের পরিত্যক্ত ফোম ফেনা নাকি ভেবেছিল স্বাদহীন শাদা হাওয়াই মিঠাই, দূরে অনেক পাখি উড়ছে আকাশে মিলাচ্ছে
কিন্তু পাখিকেও আজ বিবর্ণ মনে হচ্ছে।
ছোট্ট মেয়েটি দৌড়োচ্ছে কাশফুলকে ঠেলে ঠেলে।
একটু পরেই আমার ঘুম ভাংবে আমি জানালা খুলবো
আমার চোখের পাতায় ভেসে রইবে তার মুখ আর অগণিত ফুটন্ত কাশফুল।