মৃত্যুকে বহুবার বলেছি
এ বাড়িতে এসোনা
ঘুরে আসো অন্য বাড়ি।
শুনবে না আমার কথা
হোক তবে তোমার সাথে আড়ি।
বহুবার বলেছি তোমায়
তুমি খুঁজে নাও অন্য চোখ
শোননি আমার কথা
বারেবারে দাও কেন শোক।
আমি বলেছি তোমায়
আঁকো তুমি ঘাসের ছবি
তবুও শোননি কথা
প্রতিদিন আঁকো তুমি
লাশের ছবি।
আমি তোমার চোখে
দেখেছি আমার মরণ
তাই বারবার কাছে এসে
করো আমায় স্মরণ।
আমি বলেছি তোমায়
ছুঁয়ে দেখো মেঘ
তবু তুমি ছোঁও
ভগ্নলিপি মিথ্যে আবেগ।
তবুও দিনশেষে ভাবি
তোমার কাছ থেকে
পালাবার নেই পথ
তুমিই একান্ত আপন
হোক অবরোধ।