তুমিতো খাও তিনবেলা পেটপুরে,
এ সমাজে এমন অনেক শিশু আছে
একবেলাও পায়না খাবার এদিক ওদিক ঘুরে।
তুমি দেখো রঙীন বাতি রঙীন রঙীন ঘরে।
ওরা খুজে একটু ঠাই রোদ, বৃষ্টি, ঝড়ে।
তুমি যখন হাসো, খেলো খোকা
কল্পনাতে ওরা দেখে ছোট্ট জোনাক পোকা।
তুমি যখন মায়ের কোলে দাও মিষ্টি ঘুম
ওদের নরম কপোলে খায় হাজার তারা চুম।
এই শহরে কেউ কাহারও নেয় না কোন খোঁজ
ক্ষুদ পিপাসায় মানুষগুলো মরছে হররোজ।
মানুষ কেন মানুষ হয়ে করে এমন ভেদ
সব শেষে কী জয়ী হবে লোভ, লালসা, জেদ।
মানুষ হয়ে মানুষ মারে বন্দুকে আর বোমায়
কোথায় তুমি আল্লা-খোদা বিচার দিলাম তোমায়।
এ পৃথিবীতে রাজা নহে কেউ, নয় কাহারো শিষ্য
মানুষ আমি মুক্ত চিত্তে গড়তে পারি বিশ্ব।
তুমিতো খোকা ভাঙতে পারো ভেদাভেদের দেয়াল
রাখতে জগত মাতার সন্ততীদের খেয়াল।
এই পৃথিবীর সবাই খাবে,
সবাই গাবে সাম্যতারই গান
সাদা কালো, ধনী গরীব একই নাড়ির টান।