অতঃপর ঝড় থেমে গেলে
স্বপঞ্জয় চৌধুরী
প্রকৃতির নিরাবতা কোন নিথরতা নয়
নিশ্চুপ মুখের আড়ালে তার ঝড়ের আভাস
পথের কুকুর জানে সমূহ ঝড়ের গর্জন
জানে জলপোকা, ব্যাঙ ও ব্যাঙাচি
সমুদ্রের পুশে রাখা ক্ষোভে
জেগে ওঠে ধ্বংসের ইস্রাফিল
চারিদিকে শিংগার ফুৎকার আর
মিহি আযানের পাল্লা মাঝখানে কিছু
নিশব্দ আহাজারি কিছু অবনত কাকুতি
রাতের নিভু নিভু অসম আত্মসমর্পণ
পারেনা ঝড়কে রুখতে ঝড় এগিয়ে যায়
স্নেহ বঞ্চিত প্রমত্তা নারীর মতো
আজ তার বুকে ভালোবাসা নেই
আছে ঘৃণার আস্ফালন
ভেংগে আছে ইলেকট্রিক থাম,
কৃষ্ণচূড়ার মগডাল, জোনাকি তসবিহ
জলের নিচে জ্বলে নূরানী খেলনা
অতঃপর ঝড় থেমে গেলে
একটি কথাই চিরন্তন থেকে যায়
ঝড়ে ভেঙে পড়ে প্রকান্ড অশথ
টিকে থাকে কেবল বুনো ঘাসফুল।