( নির্যাচিত রোহিঙ্গাদের জন্য নিবেদিত)
আজ যুদ্ধ হোক তবে,
অন্যায়ের বিপক্ষে ন্যায়ের
অসত্যের বিপক্ষে সত্যের
মৃত্যুর বিপক্ষে আমৃত্যুর।
যুদ্ধ হোক মাঠে ময়দানে
বঙ্গোপসাগরের লোহিত ফেনায়
মানুষতো একবার মরে
বারবার মরার চেয়ে একবার মরো আজ।
ক্ষুধার্ত ভীক্ষুর গেুরুয়া বস্ত্রের ভাজে
মানবতা নেই আজ
আছে ধর্ষকামী, লহুলোভী রক্তাক্ত উল্লাস
তুমি মিছে মানবতার কথা বলোনা
ওটা তোমার সাইনবোর্ড,
ওটা তোমার ব্যবসা
“জীবহত্যা মহাপাপ”
কোথায় তোমার পাপ
যখন মুখ থুবরে পড়ে থাকে
ভাসমান শিশুর লাশ।
তুমিতো দেখো তোমার গলায়
শান্তির নোবেল আর আমি
সেই নিষ্পাপ জোয়ানের
জবাইকৃত ঝুলন্ত মাথা।
যুদ্ধ হোক তবে আজ
হিংস্রতার বিপক্ষে মানবতার।
যুদ্ধ হোক রক্তখেকো সীমারের বিপক্ষে
এ হাতের প্রতিটা শিরায় আজ
বুনে গেছে প্রতিশোধের বীজ।
বিশ্ব থেকে বিশ্বময়
ঐ রক্তখেকো রাক্ষসের বিপক্ষে
যুদ্ধের দামামা বাজুক আজ।
আর কত পড়ে পড়ে মার খাবে তোমারা
আর কত!
যুদ্ধ হোক তবে
ক্ষুধার্তকে খাদ্য দাও
নিরস্ত্রকে অস্ত্র দাও
দেখো তারাও গড়তে পারে প্রতিরোধ
যুদ্ধ হোক সমানে সমানে।
যদি বীর হও তবে
হাতে চুড়ি পড়ে থেকোনা বাঙালি
তোমার এ জল-স্থল-আসমানে
অন্যকারো রক্তচক্ষু সইবোনা
দানবের বিষাক্ত ছায়া জ্বালিয়ে দাও।
যুদ্ধ হোক তবে আজ
দাঁতভাঙা জবাবের যুদ্ধ
এ দেশ আমার
এ সীমান্ত আমার
জেগে ওঠো বিজিবি, সেনা, নৌ,
বিমান যোদ্ধা।
জেগে ওঠো মজলুম জনতা
ঘাতকের কালো হাত ভেঙে দাও
যুদ্ধ হোক ভয়ংকরের বিপক্ষে সুন্দরের
মৃত্যুর বিপক্ষে আমৃত্যুর।