এক পশলা বৃষ্টি দাও।
চাইলে বৃষ্টিতে হাত ভিজিয়ে
মেপে নিতে পারো পৃথিবীর উত্তাপ।
চাইলে দেখে নিতে পারো
বজ্রের ঝল্কানিতে প্রিয় কারো মুখ।
তুমি আমি অথবা অন্য কেউ
ঝুম বৃষ্টিতে ভিজে যদি পৌছে যাই
ওই ছাই রঙা বাশ ঝাড়ের কাছে,
যেখানে গুটি শুটি হয়ে একটি হুতুম পেঁচা
গায়ে মাখছে পবিত্র শীতলতা।
এই ঘর ছাড়া মানুষের বুকে একটু
প্রশান্তি আসুক, শীতলতা আসুক,
এই দাবদাহে এক পশলা বৃষ্টি হোক তবে।