আমি চলে যেতে চেয়েছিলাম
ওই ছায়াঘেরা সবুজ জারুলের বনে
যেখানে শুকনো পাতার ভেতর থেকে
বেরিয়ে আসে ছোট ছোট প্রজাপতি
আর তার একটু পাশে থাকবে আমার মখমল সমাধি
আমি চলে যেতে চেয়েছিলাম ঢেউয়ের ভেতর
যেখানে অবিরাম গর্জন করে শুধু সোনালী আলো
ছোট ছোট রঙিন ঝিনুক
বালুর ভেতর যেভাবে পোহায় ওম
সেভাবে মায়াবী আমায় তুমি রাখবে ধরে।
কোন এক রামধনু সকালের শেষে
চলে যেতে চেয়েছিলাম ইথারের আলো মেখে
মহাশূন্যে ভাসতে ভাসতে অজানা কোন গ্রহে
কিন্তু যেতে পারিনি কী এক অমোঘ মধুর টানে
আমায় আকড়ে আছো পৃথিবী
তোমাকে ছেড়ে চলে যেতে চেয়েছি বহুবার
তুমি আমাকে আঁকড়ে ধরেছো গর্ভধারিনীর মতো
আঁকড়ে ধরেছো সবুজ মায়ায়
এভাবে আঁকড়ে থেকো চিরকাল
আমার দেহকে কিংবা আত্মাকে।