নদীর পাশে গহনগভীর বনে
দাঁড়িয়ে থাকে দীর্ঘতরু একা,
তাকেই দেখে মুগ্ধ হয়ে ভাবি
কি-উদ্যত, নেইকি কোনো ভয়?
আমিই শুধু ভেবে ভেবে মরি
তুলবো মাথা? যদি কিছু হয়?
                  
কইবো কথা? মন্দ ভালোর মানে
উল্টে গেছে,সবই ভীষন ধাঁধা।
তবুওতো কয় কত কিছুই লোকে-
আমার মনেই জমছে শুধু ভয়!
সময় এখন বড়ই আঁকা বাঁকা
চলতে পথে অযুত সংশয়.

হাল্কা হাসির পল্কা জীবন নিয়ে
চলেছি পথ ট্রাপিজ দড়ি ধরে।
হায়না নীচে, শকুন মাথার পর-
অপেক্ষাতে ঝরছে লালা মুখে,
এবার বাজা পাঞ্চজন্য সবে
পিছনে খাদ- এগোবো সাম্মুখে।
---