পৃথিবী থমকে দাঁড়িয়ে আছে
স্তব্ধ চলমান জীবন
তার অস্থিরতা নিয়ে স্থবির।
কোন এক গুপ্তঘাতকের চুরি
ছিঁড়ে ফেলেছে হৃদপিণ্ড।
ফুলঝুরি বনে নিঃশব্দ শ্বাপদ
নুপুর নিক্কন নেমেছে বিষাদময়।
অসম্ভবের সীমানা পেরিয়ে
মেরু প্রদেশ ঘুরে চলেছে-
আর অন্য সব চলেছে তার মতই।
শুধু মানুষের এই বাঁচালতা
সৃষ্টি-প্রলয়ের উষ্ণতা
স্থির চিত্রের মতো স্থির আজ।
এরও বোধহয় দরকার ছিল।
অসীম উন্মত্ততার কোথাও তো শেষ আছে !
আজ ভ্যাবাচেকা খেয়ে
পৃথিবী দাঁড়িয়ে আছে নিথর শবের মত।
-----