হিমেল হাওয়া লাগছে গায়ে
সর্দি কাশি জ্বর
শিশির ভেজা রোদ্দুর হাসে
কোথায় সুখের চর?

ঘরে ঘরে বাড়ছে রোগ
ওষুধে হয় না কাজ
ওষুধের দাম আকাশ ছোঁয়া
ভেজালে ধোঁকাবাজ!

     *****