মাথার বোঝা কমে না কখনো
সদাই লাগে ভার
অঙ্ক কষে জীবন চলে না
জীবনটা কাঁটাতার।

ভোটের লাইনে দাঁড়িয়ে ভাবি
সারাটা সকাল বেলা
মাথার বোঝা হালকা হবে
নাকি সবটাই খেলা!

কতো প্রতিশ্রুতি কতো অনুদান
কতো না কথার যাদু
ভোট পেরলেই চিনবে না আর
ওরাই খাবে মধু।

মিছিলে হেঁটেছি ওদের জন্যে
মঞ্চ কাঁপানো ভাষা
নেতা মন্ত্রীরা হেসেই বলে
পূরণ হবে আশা।

মাটির বাড়ি গিয়েছে ভেঙে
দেবে ত্রিপল চাল
সেই আশাতেই ভোটের লাইনে
যদি ফেরে একটু হাল।

       ******

রচনাকাল -
২৯শে মে ২০২৪