চেরাপুঞ্জি মেঘ পাঠালো
সাথে দিল বৃষ্টি
কৃষকের মুখে ফুটবে হাসি
হবে ফসল সৃষ্টি।
তীব্র গরমে পুড়ছিল দেশ
শুকিয়ে জমির বুক
ভরবে জলে পুকুর ও মাঠ
সবাই পাবে সুখ।
বর্ষার মেঘ আকাশ জুড়ে
ভিজবে শহর গ্রাম
ঝড়ের সাথে বৃষ্টি এলেই
ফসলের পাবে দাম।
ভুখা নদী হাসবে আবার
করবে কলরব
আপন স্রোতে বইবে নদী
জীবনটি উৎসব।
মনের নদী থাকবে খরা
ভেবো না তো কেউ
সাত সমুদ্র তেরো নদী
সেখানে সদাই ঢেউ।
*****
রচনাকাল -
২৪ শে জুন ২০২৪