নদীর ঢেউয়ের কোলাহল শোনা যায়
বন্ধ্যা নদী ক্রমশ জেগে উঠবে
হাসিটুকু ছিনিয়ে নেওয়ার সময় এসেছে
তুমুল বৃষ্টি, ভাঙা বাঁধের আর্তনাদ
ভেসে যাবে সবকিছুই
দিশেহারা মানুষ -
বসত ভিটে, সুখের বন্দর
অসহায় কান্না কাব্য হয়ে যাবে এক নিমেষে।
দিগন্তে ডুবে যাওয়া সূর্যের কান্না
ভেজা মাটির গন্ধে মঁ মঁ করবে হৃদয় উপকূল
তবুও সুখ চুরি হয়ে যাবে নিজেদের অজান্তেই
সাঁঝবাতির আলোয় জেগে থাকবে চরাচর
জেগে থাকবে অসংখ্য অসহায় মানুষের কঙ্কাল।
******
রচনাকাল -
৩১শে মে ২০২৪