গোলাপ নিয়ে করলে প্রপোজ
বাড়িয়ে দিলে হাত
ভালোবাসা একটি নদী
নেই যে কোনো জাত।

গোলাপ দিবসে গোলাপ ফুল
হৃদয় দুয়ারে ফোটে
ঠোঁটে ঠোঁটে স্পর্শ দিলে
ভালোবাসাটাই জোটে।

সরস্বতী পুজোর দিনে
গোলাপ কথা কয়
প্রেমের জোয়ারে ভাসবে দুজন
ভালোবাসার হয় জয়।

প্রথম দেখায় হৃদয় আকূল
লাজুক দুটি আঁখি
গোলাপ ফুলের স্পর্শ পেলেই
উড়বে সোহাগ পাখি।

ভেলেন্টাইন ভেলেন্টাইন
গোপন কথা ফাঁস
বলতে পারো ভালোবাসায়
কে কার হবে দাস!

       *****

রচনাকাল -
৩রা ফেব্রুয়ারি ২০২৫