আমি কিছু বলতে চাই
কিন্তু কোনো এক অদৃশ্য হাত মুখ চেপে আছে
বোবা শব্দেরা আর্তনাদ করছে -
অর্থহীন কান্নার দাম কেউ দেয় না।
কুয়াশার ফাঁক দিয়ে নামছে বৃষ্টি
অনাগত মেঘ হাজির আকাশের বুকে
ভাসমান জীবনে আবার দুর্যোগের ঘনঘটা
শীত বিদায়ের ঘন্টা বেজে গেছে অনেক আগেই।
আকাশে বৃষ্টির অশনি সংকেত
ভাঙাগড়ার খেলায় মানুষ বারবার হেরে যায়
জেতা হয় না কখনও ...
হারতে হারতে একদিন মেনে নিতেই হয় জীবনের পরাজয়।
******
রচনাকাল -
১৯শে ফেব্রুয়ারী ২০২৫