দু'শো বছর অতিক্রান্ত ...
তবুও উত্তরাধিকার পাওয়া গেল না
শব্দ বর্ণ অক্ষর নিয়েই তাঁর খেলা।
নিয়ন আলোর নীচেই তাঁর শিক্ষা
রামধনু রঙ সারা শরীর জুড়ে -
আজও ম্লান হয় নি সেই জ্যোতি।
বর্ণমালার যাদুকর -
মাটির আসনে বসেই লিখেছেন শৈশবের পাঠশালা
আজীবন লড়াই করেছেন শিক্ষা, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে।
বৈধব্যের যন্ত্রণা থেকে নারীদের দিয়েছেন মুক্তি
চিতাভস্মের ছাই ছুঁড়ে দিয়েছেন গোঁড়া ব্রাক্ষণদের মুখে
দারিদ্র্যকে বুকে জড়িয়ে তাঁর জাত চিনিয়েছেন তিনিই বীরসিংহ।
*******
রচনাকাল - ২৬ সেপ্টেম্বর ২০২৩