হাসতে চাইলে আসে না হাসি
কষ্ট করে তবুও বাঁচি
হৃদয় কাব্যে উপোসী পেট
ফালা ফালা করে ছোট্ট কাঁচি।
এখনও আকাশে কালবৈশাখী
নষ্ট দুপুর ভাঙছে ঘোর
ঝড়ের খেলায় মাতাল প্রকৃতি
তবুও আসবে নতুন ভোর।
উঠোন জুড়ে সোনালী রোদ্দুর
এক নিমিষেই উঠলো ঝড়
রোদ্দুর মুছে ঘোর অমানিশা
উড়ছে হাওয়ায় ধুলো ও খড়।
মাটির মানুষ মাটিতে ঘুমায়
পূর্বপুরুষ সবাই খতম
ঝড় ঝাপটায় কেটেছে জীবন
কেউ না কেউ হবেই জখম।
ভোরের আলোয় ঝলমল করে
উঠোন কিংবা মাঠ
সবুজ প্রকৃতি ছন্দ জীবন
হৃদয়ে সহজপাঠ।
******
রচনাকাল -
১১ই এপ্রিল ২০২৫