গরীবের জন্যে উপেক্ষিত জ্যোৎস্না -
কষ্টের শীলমোহর লাগানো শরীরে আনাচেকানাচে
শীত কিংবা গরম সবেতেই উপেক্ষার মরা নদী স্রোত
শীতে কুঁকড়ে যায় হৃদয়ের উপত্যকা।
ভাঙন যখন ধরে তখন মানুষ বড় অসহায়
হাতের মুঠোয় চাঁদের আলো ধরতে চায়
ক্ষতের গভীরে গভীর ক্ষত -
তবুও উপেক্ষিত জ্যোৎস্নায় সেই ক্ষত সারাতে চায় সব্বাই।
শীত জাঁকিয়ে পড়লেই গরীব কাঁপে
ধনীরা নাকি শীত উপভোগ করে
গরম পোশাকে বিলাসিতার বিপুল আয়োজন
সভ্যতা এগিয়েছে, গরীবের দিকে কারুর নজর নেই।
********
রচনাকাল -
১৪ই ডিসেম্বর ২০২৪