বয়স আশি তবুও টানছে
সংসারের বিরাট বোঝা
অসুস্থ শরীর কোমর বেঁকেছে
হয় না আর সোজা।
পরিবার বাড়ে বয়সের সাথে
এখন সংখ্যা কুড়ি
আর কতকাল খাটবে তুমি
চেঁচিয়ে বলে বুড়ি।
জোয়ান ছেলে চারটে আছে
সাথে আট নাতি পুতি
তবুও মাঠে খেটেই চলেছে
দুচোখে এখনও জ্যোতি।
ছেলেরা যখন ছোটো ছিল
হোতো উৎসব ভোজ
টুকরো টুকরো স্মৃতি ভাসে
এখন নেয় না খোঁজ।
তবুও অটল কর্মে সচল
কাউকে পায় না ভয়
বুড়ো বুড়ি এমনি করেই
সংসারকে করবে জয়।
******
রচনাকাল -
১৫ই জুলাই ২০২৪