শিরোনাম - তৃষ্ণা
******************
আকাশের মেঘ নামে না নীচে
বৃষ্টি অধরা তাই
চাষের জমি তৃষ্ণায় মরে
উড়ছে শুধুই ছাই।
কৃষকের হাসি গেছে উবে
মেঘ কাঁদে না আর
প্রকৃতি বলছে কষ্টে আছি
পারছি না নিতে ভার।
*****
শিরোনাম - বন্ধু
*****************
মানুষ মানুষের বন্ধু হতে চায়
ভাঙা ভাঙা সুখ সব্বাই পায়
নিশুতি রাত তবুও আছি জেগে
কাঙাল হৃদয়ে থেকো না রেগে
বন্ধু বন্ধুর প্রতি থাকবেই দায়।
*****
রচনাকাল -
৬ই জুলাই ২০২৪