ধনুকের ছিলা থেকে বেরিয়ে গেছে তীর
আর কিচ্ছু করার নেই -
ফিরিয়ে আনার কোনো পথও জানা নেই
সে তীর কোথাও না কোথাও বিঁধবেই।

যন্ত্রণায় ছটফট করবে আহত পাখি
তিরবিদ্ধ মানুষকে দেখেছো কী কেউ কখনও
বিষণ্ণ রাত্তির জুড়ে অবহেলার চাঁদ
অন্ধ জ্যোৎস্নায় আলো হাতড়ে বেড়ায় তিরবিদ্ধ মানুষ।

ধনুকের ছিলা খেলনা নয় -
বিষাক্ত তীরের ফলায় মরণও লুকিয়ে থাকে
তীর ধনুক নিয়ে মানুষ জীবন বাজি ধরে
দূর থেকে ভেসে আহত মানুষের আর্তনাদ।

ভোরের বাতাসে শিউলির গন্ধ খেলা করে
দিগন্তে দেখা যায় কাশফুলের উল্লাস -
হামাগুড়ি দিতে দিতে আর সোজা হতে পারে মানুষ
রক্তাক্ত তিরবিদ্ধ মানুষ যন্ত্রণায় ছটফট করে চিরকাল।

            *******

রচনাকাল -
১৮ই সেপ্টেম্বর ২০২৪