কিছু অভ্যাস বদলে ফেলো
কিছু অভ্যাস সঙ্গী করো
জীবনের রঙ পাল্টে যাবে
সুস্থ জীবন সঙ্গী হবে।

বারুদ জীবন সাদা খাতা
কষ্ট কাব্য ভুলেই যাব
ঝড়ের সাথে বলব কথা
ঠুনকো হাসি থাকবে মুখে।

শরৎ ঋতু শিউলি ফুল
আগমনী গান পুজোর ঘট
কাশের বন দুলছে হাওয়ায়
নতুন পোশাক ছুটছে মন।

অনেক স্বপন আজও দেখি
বিবর্ণ ক্যানভাস মেঘের দল
শিশির ভেজা ভোরের আলো
স্বপ্নগুলো যেন সত্যি হয়।

         *****

রচনাকাল -
৬ই সেপ্টেম্বর ২০২৪