ঠোঁটের ভাষা ক'জন পুরুষ বোঝে
ভালোবাসা নয় তো খোলামকুচি
সোহাগ নদী বইছে আপন বেগে
সঙ্গম হয় যখনই দুজন মেশে।

চোখের কাজল লিখছে প্রেমের কাব্য
দুটি হৃদয়ের ঘ্রাণের আলোয় দেখা
ফাগুন রঙে মাতবে দুটি মন
বসন্ত উৎসবে সবাই আপনজন।

শিমুল পলাশ হয়েছে আবির লাল
ছুটছে নদী যেন পাগলপারা
শূন্য হৃদয়ে জোছনা আলো দেয়
জোনাকির সাথে সখ্যতা চিরকাল।

ছলনা নিয়ে হয় না ভালোবাসা
ঠোঁটের ভিতর ছোট্ট একটা নদী
সেই নদীতে কাটতে সাঁতার যদি
উথাল পাথাল বিশাল সাগর দেখি।

          ******
রচনাকাল -
৭ই মার্চ ২০২৪