ভাঙা জ্যোৎস্নায় শুয়ে আছে দেবতা
একমুঠো অন্ধকার ঠেলে ঠেলে হাঁটে মানুষ
সব্বাই তারা বসন্ত চেয়েছে -
আগামীর শীত তারা কখনোই চায় না।

দেবতা এখন ঘুমোতে পারে না
বড্ড বিরক্ত করে অসুস্থ মানুষের দল
পুজো পাঠের নামে শুধুই ভণ্ডামি -
বসন্ত চাইলেই জীবনে বসন্ত আসে না।

জটিল রোগে আক্রান্ত মানুষ
হাবুডুবু খাচ্ছে বিপন্ন সময়ের কাছে
থ মেরে দাঁড়িয়ে আছে অনাগত মৃত সুখ
অদৃষ্টের হাতে সঁপে দিয়েছে মানুষের দীর্ঘশ্বাস।

ভোরের বাতাসে শিউলির গন্ধ
শিশির বিন্দুর মায়াবী স্পর্শে পাখিদের কলরব
শীত বাড়লেই শরীরে কাঁপন ধরবে -
গরীব চিরকাল শীতকে ভয় পায়।

         ******

রচনাকাল -
২২শে অক্টোবর ২০২৪