ভালোবাসা রূপকথা হয় না -
তবুও ভালোবাসার উপকূলে ডুবে মরে প্রেমের কবিতা
ছন্দহীন প্রেম কখনও কবিতা হয় না।
হিজলের বন থেকে ভেসে আসে অলীক সুগন্ধি
প্রেম অপ্রেমের দ্বন্দ চিরকাল -
প্রেমের গন্ধ ভরা চিঠি আজও হৃদয়ের মণিকোঠায় তোলা আছে।
সোহাগের জলসাঘরে জোছনার আলো খেলা করে
হৃদয়ের উপবনে ভালোবাসা বারোমাস সুখ খুঁজে
একমুঠো তরল আগুন ভালোবাসার আখ্যান লেখে
কবিতা কখন গোলাপ ফুল জন্ম দেয় কেউ জানে না।
*******
রচনাকাল -
২৩শে এপ্রিল ২০২৪