বছর শেষের বিদায় ক্ষণে
আসছে চোখে জল
স্মৃতির পাতায় মরা রোদ্দুর
জীবনটা বিষফল।

সুখ দুঃখের মিছিল শেষে
নতুন আশার আলো
হৃদয় জুড়ে স্বপ্নের রোদ
সব্বার হোক ভালো।

     *****