ভাঙা নদী আরও ভেঙে যায়
ভাঙা মন জোড়া লাগে না
স্বপ্ন পুড়ে যায় -
দুঃস্বপ্নের হাতে বন্দী জীবন।

ভাঙা আয়নায় মুখ হয় ভগ্নাংশ
টুকরো টুকরো সুখ ভেঙে যায় অবলীলায়
মানুষ লিখছে অন্ধকারের কাব্য -
জ্যোৎস্না আলোয় জীবন নদী হয়ে যায়।

ভাঙন গ্রাস করছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে
নদী ভাঙন দেখা যায় -
কিন্তু হৃদয়ে ভাঙন ধরলে খড়কুটোর মতো সব ভেসে যাবে
ভাঙনে ডুবে যাচ্ছে চরাচর, ডুবে যাচ্ছে হৃদয় ভূমি।

       ******

রচনাকাল -
২৪শে জুন ২০২৪