হৃদয় তট শূন্য মরুভূমি
শিউলি ফুল, কাশের দোলা
সব আঁধার কেটে যায় তোমার আগমনে।

শিশির বিন্দুর অলীক স্পর্শে জেগে ওঠে ভোর
আলোর মিছিল শহর থেকে গ্রাম -
সব শূন্যতা কেটে যায় এক লহমায়।

মরা মানুষ বেঁচে ওঠে তোমার পদধ্বনির শব্দে
হৃদয়ের উপকূল কানায় কানায় পূর্ণ হয়ে যায়
কিন্তু সে তো ক্ষণস্থায়ী।

সারা বছরের জমা কান্না কাব্য হয়ে যায়
শূন্যতা থেকে মুক্তি নেই মানুষের
তবুও তুমি আসবে বলে প্রহর গুনি প্রতিদিন।

         ******

রচনাকাল -
২৫ অক্টোবর ২০২৩