ঘুরছে পাখা গরম হাওয়া
চোখে সরষে ফুল
ঘুরছে মাথা ভীড়ের চাপে
বকছে সবাই ভুল।
দরদর করে ঘামছে মানুষ
প্রকৃতিও পুড়ে ছাই
সুখের চরে উত্তাপ বাড়ে
দু'চোখে ঘুম নাই।
চড়চড় করে বাড়ছে পারদ
শুনি জলতরঙ্গের শব্দ
মেঘের দেখা পাবে না এখন
সব মানুষই জব্দ।
পাতাল থেকে উঠছে না জল
তৃষ্ণায় ফাটে ছাতি
বৃষ্টি হোক বা না হোক বৃষ্টি
উৎসবে সব্বাই মাতি।
সূর্য পোড়া ছাই কুড়িয়ে
মানুষ মাখছে গায়
উদাস বাউল বলছে গানে
নেই প্রকৃতির দায়।
*****
রচনাকাল -
৫ই এপ্রিল ২০২৪