কেড়ে নিয়েছ সুখের জমিন
শরীরে দিয়েছ দাগ
এতো কষ্টেও নেই অভিমান
করি নি একটুও রাগ।

দগদগে ক্ষত শরীর জুড়ে
পোশাক দিয়ে ঢাকা
সুখের জমিন পাব কী ফিরে
এই কী কপালে আঁকা!

নষ্ট জীবন আঁধারের পথ
ধূসর গোধূলি মাঠ
ছন্দ বিহীন সুখের লগন
হৃদয় খোলা হাট।

জ্যোৎস্না আলো ঝিকিমিকি তারা
উঠোনেই কাটে রাত
অভুক্ত শরীর কান্নার নদী
দু'মুঠো দাও নি ভাত।

ছলাৎ ছলাৎ শব্দে ভাসে
জীবনের খেলাঘর
ক্ষত বিক্ষত রক্ত ক্ষরণ
নিঃশব্দে ওঠে ঝড়।

     *****

রচনাকাল -
১২ ফেব্রুয়ারী ২০২৪