পড়ায় ফাঁকি কাজে ফাঁকি
ফাঁকি নানান রকম
ফোনটা নিয়ে সারাদিনই
করছে বকম বকম।
পড়তে বললে মাথা ব্যথা
কাজের বেলায় ফাঁকি
বাবা মায়ের স্বপ্নভঙ্গ
সুখের স্বপন দেখি?
রকে বসে আড্ডা মারার
সময় হয়েছে শেষ
ফোনেই মগ্ন সব ছেলেরাই
রইবে তারই রেষ?
কোথায় আলো সুখের খবর
দুঃখ রাশি রাশি
বাবা মায়ের চোখ মুছিয়ে
থাকুক মুখে হাসি।
দখিনা হাওয়ায় ফাগুন বেলায়
ভুলগুলো কর ঠিক
মানুষ জনম সুখের হবে
হৃদয় আলো ঝিকিমিকি।
******
রচনাকাল -
২৭শে মার্চ ২০২৪