শরীর থেকে খুলে রাখি ঘামগুলো
অনেক রাত্তির হল -
ছেঁড়া বিছানার পাশে রেখে দিই দারিদ্র্যের কষ্ট
নিয়তির হাতে বন্দী জীবন মেনে নিয়েছি।

হাত ফসকে বেরিয়ে গেছে সুখের চাবিকাঠি
আর খুঁজে পাই নি কখনও...
মধ্যবিত্ত জীবনের উপসংহার বলে কিছু নেই
কষ্টের ইমারতে গড়ে ওঠে দারিদ্র্যের দুর্গ।

বর্ণপরিচয়ের ভাষা ভুলে গেছি আগেই
সুখের চাবিকাঠি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি
কিন্তু কতদিন এভাবে চলবে জানি না
হয়তো সারা জীবন লড়াই করতে হবে নিজের সাথে।

           *******

রচনাকাল -
৮ই মে ২০২৪