মদের নেশায় জুয়ার নেশায়
মানুষ হচ্ছে ফতুর
সব মানুষই নিজেকে ভাবে
তারাই ভীষণ চতুর!
বিয়ে বাড়ি অন্নপ্রাশন
শ্মশান ঘাটেও মদ
মাতাল মানুষ বলছে হেসে
শিক্ষিতরাই বদ্!
পুণ্য করে কী লাভ হবে
মদেই যতো দোষ
জুয়ার ঠেকে টাকা ওড়ায়
জানে কী নন্দ ঘোষ?
মদে জুয়ায় বিক্রি করে
নিজের জমি বাড়ি
লোভী মানুষ জুয়ায় হারে
চড়ে না রাতে হাঁড়ি।
আর কতকাল ঠকবে মানুষ
ফিরবে কবে জ্ঞান
হারিয়ে যাবে সুখের বসত
রাখো নিজের মান।
######
রচনাকাল -
৭ই জানুয়ারি ২০২৫