নতুন বছর নতুন প্রেমিক
ওষ্ঠে সোহাগী স্বাদ
ভালোবাসা আজ সন্ধি করে
দিও না প্রেমিকা বাদ।
নষ্ট দুপুর হিমেল হাওয়া
শিশির ভেজা ঘাস
বসন্ত দিন এলেই আবার
জ্যোৎস্নায় বসবাস।
সুখের আগুন জ্বলে হৃদয়ে
তবুও লাজুক আঁখি
ভালোবাসার ঝর্ণা ধারায়
হাতে হাতটাই রাখি।
গোলাপ কাঁটায় রক্ত ঝরে
ছলনার নেই স্থান
দুটি হৃদয়ের ঘ্রাণের আলোয়
গিরিখাত হয় ম্লান।
গোপন কাব্য থাক গোপনে
প্রেমেতে থাকবে ছন্দ
রঙিন জীবন রঙমশাল হয়
আজও ভালবাসা অন্ধ।
******
রচনাকাল -
০২ জানুয়ারী ২০২৪