পুড়ছে মাটি
মানুষ মরে কাঠ
সবুজ শেষ।

তীব্র দহন
তাপমাত্রা চল্লিশ
জ্বলছে সব।

কালবৈশাখী
দেখা মিলবে কবে
ঝড় উঠবে?

তেষ্টার গলা
শুকিয়ে হচ্ছে কাঠ
কোথায় জল!

চলছে খরা
পাতালে নেই জল
শুখা পৃথিবী।

    *****