বাতাসে মিশেছে বারুদ গন্ধ
জীবনে লাগে নি রঙ
বেশভূষা সব ধবধবে সাদা
তবুও লাগছে সঙ।

স্বাধীনতা রঙ মেখেছি গায়ে
তবুও হয় নি শিক্ষা
যত কুকর্ম হিংসা বিদ্বেষ
আর কবে নেবে দীক্ষা?

স্বাধীনতার মানে ক'জন বোঝে
মুখের হাসিও ম্লান
সাতাত্তর বছর অতিক্রান্ত
স্বপ্ন ভেঙে খানখান।

স্বচ্ছ নদীতে ঘোলা জল ঢোকে
ভাঙছে সুখের বাঁধ
বালুচর জুড়ে মরা কঙ্কাল
কে কার মেলাবে কাঁধ?

শহীদ বেদীতে শ্রদ্ধা জানাই
যারা দেশের বীর
স্বাধীনতা নিয়ে ছেলেখেলা করে
খায় ওরা দুধ ক্ষীর।

      *****

রচনাকাল -
১৫ই আগস্ট ২০২৪