পাড় ভাঙতে ভাঙতে ঘরবাড়ি গিলছে নদী
এতো বাঁধ মেরামতি
এতো অহং -
সবই এক নিমেষে ভেসে যায় প্রবল স্রোতে।

সংসার ডুবে যায় চোরা আঁধারে
ভাসমান জীবন ভাসতে ভাসতে অকুলপাথারে
চারিদিকে শুধু জল আর জল
হেমন্তের শুকনো নদীও ফুঁসে উঠেছে।

ছলাৎ ছলাৎ শব্দে জেগে ওঠে নদীর বুক
কেঁপে ওঠে ঘরবাড়ি -
ভাঙন গ্রাস করছে সর্বস্ব
অসহায় পরিবার, সর্বহারার কান্না গিলে খায় তৃষ্ণার্ত নদী।

এক এক করে তলিয়ে যাচ্ছে সুখের বেসাতি
কান্না লুকানো যায় না -
বাঁধ দিয়েও এই জল রোখা যাবে না।

        ******

রচনাকাল -
১৬ই জুলাই ২০২৪