1
শরৎকাল
শিশির ভেজা ভোর
পার্বণ শুরু।
2
শারদ মেলা
খুশির উৎসব
নতুন সাজ।
3
শিউলি ফুল
কাশফুলের হাট
দিগন্ত জুড়ে।
4
সব্বাই খুশি
আলোর রোশনাই
ধনী গরিব।
5
এসো মা দূর্গা
জয় মা দূর্গা জয়
কাটুক ভয়!
*****