সংসারে শান্তি নেই
প্রতিটি সংসারে অশান্তি লেগেই আছে
রঙটা কিছুদিন থাকে -
তারপর ক্রমশ ফিকে হয়ে যায় রংচটা সভ্যতায়।

প্রথমে ভালোবাসা
তারপর পথহারা নাবিকের মত অবস্থা
উথালপাথাল সমুদ্রে ভেসে চলা -
ভালো বাসা ভেঙে তছনছ মৃত জ্যোৎস্নায়।

সংসারে সুখ উধাও
রঙিন প্রজাপতি উড়ছিল হৃদয়ের উঠোনে
সবুজ পৃথিবীতে অশনি সংকেত
সংসার কেন ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়?

শান্তি খুঁজছে সব্বাই
কিন্তু অবরুদ্ধ সুখের দরজা
ভালোবাসার অঙ্গীকার বিপথগামী
সংসার জীবন যেন অলিখিত খোলামকুচি।

         ******

রচনাকাল -
১১ই অক্টোবর ২০২৪