শিরোনাম - সোনার ধান
=============
হেমন্তের এই সোনার ধানে
জুটবে দু'মুঠো ভাত
গরীব কৃষক সবাই এখন
ঘুমাবে নিশ্চিন্তে রাত।
মাঠের ফসল আসবে ঘরে
শুধবে সকল ঋণ
সব মানুষই এবার থেকে
কাটাবে খুশিতে দিন।
*****
শিরোনাম - দীপাবলি
===============
দীপাবলির আলোর মালায়
ভাসছে গোটা দেশ
হিন্দু মুসলিম ভাই ভাই
রেখো না মনে দ্বেষ।
আলোর রোশনাই আতসবাজি
খুশিতে ভরে মন
হিংসা বিদ্বেষ ভুলে সবাই
হও যে আপনজন।
*****